বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ কী কী

বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ কী কী


বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ কী কী
বিশ্বগ্রাম

বিশ্বগ্রাম কী? গ্লোবাল ভিলেজ কি ?

গ্লোবাল ভিলেজ হলাে তথ্য ও যােগাযােগ প্রযুক্তিনির্ভর এমন একটি পরিবেশ যেখানে দূরবর্তী স্থানে অবস্থান করেও পথিবীর সকল মানুষ একটি একক সমাজে বসবাস করার সুবিধা পায় এবং একে অপরকে সেবা প্রদান করে থাকে। অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বিশ্বকে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলা হয়।





বিশ্বগ্রাম এর জনক কে ?

কানাডিয়ান দার্শনিক ও লেখক হারবার্ট মার্শাল ম্যাকলুহান হলেন প্রথম ব্যক্তি যিনি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ শব্দটিকে সকলের সামনে তুলে ধরে একে জনপ্রিয় করে তােলেন। ১৯৬২ সালে তাঁর প্রকাশিত The Gutenberg Galaxy: The Making of Typographic Man' এবং ১৯৬৪ সালে প্রকাশিত 'Understanding Media: The Extensions of Man' বইয়ের মাধ্যমে এ বিষয়টি প্রকাশ করেন।



বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি?

ইন্টারনেট সংযুক্ততা বা কানেকটিভিটি কে বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয়। 



বিশ্বগ্রামের ধারনা (Concept of Global Village):

Village বা গ্রাম হলাে একটি ছােট গােষ্ঠী অথবা কতকগুলাে বাড়ির সমষ্টি। নির্দিষ্ট এলাকায় সীমিত আয়তনে একটি গ্রামের অবস্থান বিধায় গ্রামে বসবাসকারীরা সবাই সবাইকে চিনে। গ্রামে কোন তথ্য প্রকাশিত হলে মুহুর্তেই তা মুখে মুখে। জানাজানি হয়ে যায়। গ্রামে যে কোনাে মুহূর্তে একজন আরেকজনের কাজে সহযােগিতা করে থাকে। ‘গ্লোবাল' শব্দের অর্থ হলাে বিশ্ব। গ্লোবাল ভিলেজ অর্থ বিশ্বগ্রাম)। গ্লোবাল ভিলেজ হলাে প্রযুক্তিনির্ভর একটি বিশ্ব যাতে । বিশ্বের সবদেশ সবজাতি একটি গ্রামের মতাে সুবিধা পায়।


বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলতে সাধারণত এমন একটি ধারণাকে বুঝানাে হয় যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের লােকজন পরস্পরের সাথে সহজ যাতায়াত ও ভ্রমণ, গণমাধ্যম ও ইলেকট্রনিক যােগাযােগের মাধ্যমে যুক্ত থাকে এবং একক ক্যুনিটিতে পরিণত হয়। বিভিন্ন ধরনের মিডিয়া বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর ব্যাপক ব্যবহার ও প্রভাবের কারণে আজ বিশ্বের কোনাে এক দেশের এক প্রান্তের লােকজন অন্য প্রান্তের অন্য কোনাে দেশের লােকের সাথে খুব সহজেই যােগাযােগ করতে পারছে। তথ্যের এ আদান-প্রদান বিশ্বকে এতটাই কাছে নিয়ে এসেছে যে এটি এখন একটি গ্রাম বা ভিলেজ হিসেবে আবির্ভূত হয়েছে। উদাহরণস্বরূপ বাংলাদেশে অবস্থানকারী কোনাে ব্যক্তি এখন অস্ট্রেলিয়ায় বসবাসকারী কোনাে ব্যক্তির সাথে তাৎক্ষণিকভাবে অনলাইনে যােগাযােগ করতে পারেন। টেলিফোন, টোলাশ, কম্পিউটার ও ইন্টারনেটসহ কিছু ইলেকট্রনিক মাধ্যম এক্ষেত্রে দূরত্বের ব্যবধানটি ঘুচিয়ে দেয়।



বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ(Elements for Establishing Global village):

বিশ্বগ্রামের প্রধান উপাদানসমূহ হলােঃ


১. হার্ডওয়্যার (Hardware) 

২. সফ্টওয়্যার (Software) 

৩. ইন্টারনেট সংযুক্ততা বা কানেকটিভিটি (Connectivity)

৪. ডেটা (Data) 

৫. মানুষের জ্ঞান বা সক্ষমতা (Capacity)




১. হার্ডওয়্যার (Hardware): বিশ্বগ্রামে যে কোনাে ধরনের যােগাযােগ ও তথ্য আদান-প্রদানের জন্য সর্বপ্রথম যেটি প্রয়ােজন তা হলাে উপযুক্ত হার্ডওয়্যার সামগ্রী। হার্ডওয়্যার বলতে এখানে বুঝায় কম্পিউটার আর এর সাথে যন্ত্রপাতি, মােবাইল ফোন, অডিও-ভিডিও রেকর্ডার, স্যাটেলাইট, রেডিও, টেলিভিশন এবং তথ্য ও যােগাযােগ প্রযুক্তির সাথে সম্পৃক্ত ডিভাইসসমূহ।


২. সফটওয়্যার (Software): বিশ্বগ্রাম প্রতিষ্ঠায় সফটওয়্যারের গুরুত্ব অপরিসীম। সফ্টওয়্যারের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম, ব্রাউজিং সফটওয়্যার, কমিউনিকেটিং সফটওয়্যার এবং প্রােগ্রামিং ভাষা।


৩. ইন্টারনেট সংযুক্ততা বা কানেকটিভিটি (Connectivity) : বিশ্বগ্রামের মেরুদণ্ড হলাে নিরাপদভাবে রিসাের্স শেয়ার। করার ইন্টারনেট সংযুক্ততা বা কানেকটিভিটি, যার মাধ্যমে বিভিন্ন উপাত্ত ও তথ্য ব্যবহারকারীর নিকট পৌছে। নিরাপদ তথ্য আদান-প্রদানই হচ্ছে বিশ্বগ্রামের মূলভিত্তি। এক্ষেত্রে টেলিকমিউনিকেশন, ব্রডকাস্টিং এবং ইন্টারনেট ব্যবহার করে ইন্টারনেট কানেকশন দেয়ার ব্যবস্থা করা হয়ে থাকে।


৪. ডেটা (Data) : ডেটা হচ্ছে Fact বা item যা এলােমেলােভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। বিশ্বগ্রামে বিভিন্ন তথ্য যা ডেটা থেকে কম্পিউটারের মাধ্যমে প্রক্রিয়াকরণ করে পাওয়া যায়। বিশ্বগ্রামে ডেটা ও তথ্যকে মানুষ তার প্রয়ােজনে একে অপরের সাথে বিনামূল্যে বা অর্থের বিনিময়ে শেয়ার করতে পারে।


৫. মানুষের জ্ঞান বা সক্ষমতা (Capacity): বিশ্বগ্রামের উপাদানগুলাের মধ্যে ব্যবহারকারীর জ্ঞান বা সক্ষমতা অন্যতম। বিশ্বগ্রাম মূলত তথ্যপ্রযুক্তিনির্ভর। তাই মানুষের সচেতনতা ও সক্ষমতার ওপর এর সুফল নির্ভর করছে।




বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ (Related main elements of Global Village idea)

বিশ্বগ্রাম ধারণার সাথে অনেক উপাদান ওতপ্রােতভাবে জড়িত। প্রধান প্রধান উপাদানগুলাে নিচে উলেখ করা হলাে:-


১. যােগাযােগ 

২. কর্মসংস্থান 

৩. শিক্ষা

৪. চিকিৎসা সেবা 

৫. গবেষণা 

৬. অফিস

৭. বাসস্থান 

৮. ব্যবসায়-বাণিজ্য 

৯. সংবাদ।

১০. বিনােদন ও সামাজিক যােগাযােগ 

১১. সাংস্কৃতিক বিনিময়


No comments:

Post a Comment

Pages